দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনা সফর পিছিয়ে ১৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। আওয়ামী লীগের সভানেত্রী ও সফল প্রধানমন্ত্রী ওইদিন খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দিবেন।
এদিকে জনসভা সফল করতে গত মাস থেকেই প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এমনকি শেখ হাসিনাকে স্বাগত জানাতে মহানগরীর প্রধান প্রধান সড়কে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন তোরণ।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজের জন্য চলতি মাসের ১১ তারিখের পরিবর্তে প্রধানমন্ত্রীর জনসভা ১৩ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন।
আওয়ামী লীগের খুলনার শীর্ষ স্থানীয় নেতারা জানান, প্রথমে আগামী ৯ নভেম্বর প্রধানমন্ত্রীর খুলনায় আসার কথা থাকলেও দু’দিন পিছিয়ে সেটা ১১ নভেম্বর নির্ধারণ করা হয়। তবে গতকাল আরও দু’দিন পিছিয়ে ১৩ নভেম্বর তারিখ নির্ধারণ করা হলো।
প্রসঙ্গত, চলতি বছরের ৬ জানুয়ারি ব্যক্তিগত সফরে খুলনায় এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐ দিন দিঘলিয়া উপজেলার নগরঘাটা এলাকায় তার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে কেনা পাট গোডাউন পরিদর্শন করেন তিনি। এরপর নিজ চাচার বাড়িতে (বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসের) পরিবারের সদস্যদের সঙ্গে ব্যক্তিগত সময় কাটান তিনি।