ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নতুন মজুরিতেই পোশাক শ্রমিকদের কাজ করতে হবে প্রধানমন্ত্রী

যে পরিমাণ মজুরি বাড়ানো হয়েছে তা নিয়েই পোশাক শ্রমিকদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় তিনি এই কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেছেন, পোশাক শ্রমিকদের জন্য যে মজুরি বাড়ানো হয়েছে, তা নিয়েই তাদের কাজ করতে হবে।পোশাক শ্রমিকদের মজুরি দফায় দফায় বাড়িয়েছে আওয়ামী লীগ সরকার।

এবার ন্যূনতম মজুরি বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছে। শতকরা ৫৬ ভাগ বাড়ানো হয়েছে। আন্দোলনের নামে ১৯টি কারখানা ধ্বংস করা হয়েছে। যারা তাদের (শ্রমিক) উসকানি দিচ্ছে, তারাই তাদের ধ্বংস করবে।এটা শ্রমিকদের বুঝতে হবে।

‘যখনই সময় আসে তাদের সব রকম সুবিধা আমরা করে দিই’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারা যদি সেটা না করে, কারো প্ররোচনায় রাস্তায় নামে, তখন যারা তাদের উসকানি দিচ্ছে তারাই তাদের (শ্রমিকদের) লাশ ফেলবে। এরা এমন অবস্থা সৃষ্টি করবে যে, তারা (শ্রমিকরা) চাকরি হারাবে, কাজ হারাবে, গ্রামে যেয়ে পড়ে থাকতে হবে।’

তিনি বলেন, ‘আমরা জনগণের গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকারে বিশ্বাস করি।

জনগণের ভোটের মাধ্যমেই বারবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছে।’ ৭৫-এর পর অস্ত্রের জোরে যেসব সরকার অবৈধভাবে ক্ষমতায় এসেছে, তারা সন্ত্রাস এবং লুটপাট ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

>>>  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে উত্তেজনা ও ভাঙচুর

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :