ঢাকা, সোমবার, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নওগাঁ ৩ আসনে আওয়ামী মনোনীত প্রার্থীর বিপুল ভোটে জয়লাভ

নওগাঁ ৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেন। আসনটি নওগাঁ জেলার মহাদেবপুর ও বদলগাছী উপজেলা নিয়ে গঠিত। জানা যায়, ৭ জানুয়ারী ২০২৪ রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে নওগাঁ ৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী (সৌরেন) বিপুল ভোটে জয়লাভ করেন। এই আসনে ডিএম মাহাবুল উল মান্নাফ (স্বতন্ত্র) কাঁচি ভোট পেয়েছেন ১৩৩১ টি, মাহফুজা আকরাম চৌধুরী (মায়া) পেয়েছেন (স্বতন্ত্র) ঈগল ১২৭৮৬ ভোট,মাসুদ রানা(জাতীয় পার্টি) লাঙ্গল পেয়েছেন ৩৪৪১ ভোট, শাহিনুর রহমান (স্বতন্ত্র) কেটলি পেয়েছেন ১৭০১ ভোট, সোহেল কবীর চৌধুরী (তৃণমূল বিএনপি) পেয়েছেন ৫৯৭ ভোট, ছলিম উদ্দিন তরফদার ছেলিম (স্বতন্ত্র) পেয়েছেন ৬০০৫১ ভোট, এবং বিজয়ী প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী পেয়েছেন ১,৩৮,৫৬১ ভোট নিকটতম প্রতিন্বন্দ্বী ছলিম উদ্দিন তরফদার ছেলিম এবং বিজয়ী প্রার্থীর মধ্যে ভোট ব্যবধান ৭৮,৫১০ ভোট। সৎ, যোগ্য এই প্রার্থীর বিজয়ে অত্র আসনের ভোটার গণ অত্যন্ত আনন্দিত।

>>>  আন্তর্জাতিক সংকটেও দেশে খাদ্য নিরাপত্তা সুরক্ষিত : প্রধানমন্ত্রী

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :