ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দুঃখী বাঙালির মুখে হাসি ফোটাতে পরিশ্রম করছেন শেখ হাসিনা: সৈকত

বই উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, নতুন প্রজন্মের ওপর ভিত্তি করেই আগামির ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ হবে। সেক্ষেত্রে আপনাদেরকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪ হাজার ৬৮২ দিন জেল খেটেছেন বাঙালিকে স্বাধীনতা দেওয়ার জন্য, তাঁর কথা জানতে হবে। তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে পরিশ্রম করছেন দুঃখী বাঙালির মুখে হাসি ফোটানোর জন্য। এজন্য সামনের দিনগুলোতে আপনার বাবা-মাকে বলবেন যেন শেখ হাসিনার পক্ষে থাকে, নৌকার পক্ষে থাকে।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে সাড়ে ১২ টার দিকে লক্ষ্মীপুর পৌর শহিদ স্মৃতি একাডেমিতে বই উৎসব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সৈকত এ বিদ্যালয় থেকেই এসএসসি পাশ করেন। বক্তব্যকালে তিনি বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বিদ্যালয়ের কৃতি ছাত্র সৈকতকে করতালি দিয়ে বরণ করে নিয়েছে শিক্ষার্থীর।

সৈকত আরও বলেন, সারাদেশের প্রত্যেকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব চলছে। আমরা সবাই স্বপ্ন দেখি জীবনে বড় হবো। বড় হওয়া মানে অনেক ধন-সম্পদের অধিকারী, অনেক ক্ষমতার অধিকারী হওয়া তা নয়। বড় হওয়া মানে একজন সম্পূর্ণ মানুষ হওয়া। আমরা কিন্তু মানুষ হয়েই জন্মগ্রহণ করি। কিন্তু দিনের পর দিন মানুষ থেকে আমাদের বিচ্যুতি ঘটে। মানুষ থেকে আমরা ধীরে ধীরে অমানুষ হয়ে যেতে থাকি। আমাদের শিক্ষার মূল লক্ষ্য থাকবে আমরা মানুষ হবো। সত্যিকারের মানুষ হয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি সেই প্রত্যাশা রাখতে হবে। দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস আপনাদের জানা রয়েছে। স্বাধীনতার ইতিহাস, ভাষা আন্দোলনের ইতিহাস জানতেই হবে। বুকের রক্ত ঝরিয়ে এদেশের মানুষের জন্য মুক্তির সংগ্রাম স্বাধিকার আন্দোলনকারী ছাত্রদের কথা জানতে হবে।

পৌর শহীদ স্মৃতি একাডেমি পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম ভুলুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। এতে সার্বিক তত্ত্ববধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন চৌধুরী।

>>>  রওশন এরশাদ দেশে ফেরায়, উচ্ছ্বাসিত জাপা কর্মীরা

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :