ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘তারেক জিয়াকে দেশে আনতে টিকেটের ব্যবস্থা করবে ছাত্রলীগ’

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আনতে ঢাকা-লন্ডন বিমানের টিকেটের ব্যয় বাংলাদেশ ছাত্রলীগ বহন করবে। এমন মন্তব্যই করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন।

আজ বৃহস্পতিবার(১৭ আগস্ট) দুপুরে ছাত্রলীগের আয়োজিত ‘২০০৫ সালে বিএনপি-জামায়াত সরকারের প্রত্যক্ষ মদদে দেশব্যাপী সিরিজ বোমা হামলা এবং স্বাধীনতাবিরোধী-যুদ্ধাপরাধীদের সমর্থন আস্ফাালনের প্রতিবাদে ছাত্রসমাজের পদযাত্রা’ শেষে এক সমাবেশের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম বলেন, ‘আমরা বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাই যত দ্রুত সম্ভব ১৭ই আগস্ট ও ২১শে আগস্ট গ্রেনেডের হামলার মাস্টারমাইন্ড তারেক জিয়াকে দেশে এনে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। ঢাকা লন্ডনের এয়ার টিকেটের ব্যবস্থা করবে বাংলাদেশ ছাত্রলীগ।

তাকে শিগ্রই নিয়ে আসা হোক। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তারেক রহমানকে বাংলাদেশে নিয়ে আসুন। তাকে এনে বিচারের রায় কার্যকর করা হোক।’

তিনি বলেন, ‘১৭ই আগস্টে যেটি ঘটেছিল তা পৃথিবীর কোথাও ঘটেনি, দেশের ৪৩৪টি স্থানে প্রায় ৫০০টি বোমা হামলা পরিচালনা করা হয়েছিল একসাথে।

জঙ্গিবাদী, সন্ত্রাসী, ধর্মীয় উগ্রবাদের ঘটনা পৃথিবীর অনেক দেশেই ঘটেছে কিন্তু দেশব্যাপী সাংগঠনিক নেটওয়ার্কের যে পরিচয় ২০০৫ সালের ১৭ আগস্ট জঙ্গিবাদী গোষ্ঠী দেখাতে পেরেছিলো সেটি পৃথিবীর ইতিহাসে বিরলতম ঘটনা। এটি আরেকটি দিক থেকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা পাওয়ার মতো। কেননা এটি যেমনি একটি দেশের ৯৯ ভাগ জায়গায় জঙ্গিবাদী কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ ঘটাতে পেরেছিল একইসাথে এটি পৃথিবীর ইতিহাসে একমাত্র ঘটনা যেটিতে সরাসরি রাষ্ট্র, সরকার জড়িত।’

জঙ্গিবাদ নিরসনে আওয়ামী লীগ সরকারের সফলতার কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপির ওয়ার অ্যাগেইনস্ট টেরোরিজম ব্যর্থ হয়েছে কিন্তু জঙ্গিবাদ নিরসনে শেখ হাসিনার মডেল সফল বাস্তবায়িত হয়েছে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজীবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুণ্ডু প্রমুখ। 
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীসহ রাজধানীর বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

>>>  আজ বসছে সংসদের বিশেষ অধিবেশন

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :