ঢাকা, সোমবার, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকা-৬ আসনে মনোনয়ন পেলেন সাঈদ খোকন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি হতে ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন।

রবিবার (২৬ নভেম্বর) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাধারণ সম্পাদক এবং নির্বাচন কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের তার নাম ঘোষণা করেছেন।

প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য। বর্তমানে আসনটির সংসদ সদস্য জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ।

গত নির্বাচনে জোটসাথী হিসেবে জাপাকে আসনটি ছেড়ে দিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এর আগে ২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে ৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মোট তিন হাজার ৩৬৯ জন। প্রতি আসনে গড়ে ১১ জন এই ফরম সংগ্রহ করেছেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মনোনয়ন ঘোষণার সংবাদ সম্মেলনে অন্যান্যদের আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্যাহ, কামরুল ইসলাম; যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ; সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।


>>>  সাদ্দাম-ইনানের নেতৃত্বে বিপ্লবী উৎকর্ষতায় বাংলাদেশ ছাত্রলীগ

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :