ঢাকা, বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জামালপুরে আওয়ামী লীগের আনন্দ মিছিল

জামালপুরে ৫টি আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীদের স্বাগত এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে জামালপুর পৌর আওয়ামী লীগ।

সন্ধ্যার পর বকুলতলাস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর পদক্ষিণ শেষে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়।

পরে এক সমাবেশে জামালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।

পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

এ সময় বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকা প্রতীকে ভোট দেবার আহবান জানান।

>>>  শোকজের জবাব দিলেন নওগাঁ-২ আসনের দুই প্রার্থী

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :