ঢাকা, শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উত্তরা-মহাখালীতে জামায়াতের রেলপথ অবরোধ

তিনদিনের অবরোধ কর্মসূচির প্রথমদিনে রাজধানীর উত্তরা-মহাখালীতে রেলপথ অবরোধ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরায় এই অবরোধ কর্মসূচির নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

এই সময় তারা নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের নিঃশর্ত মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ও জামায়াতসহ বিরোধীদলের শান্তিপূর্ণ মহাসমাবেশে বাধাদান, উপর্যুপরি হামলা, গুলিবর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেন।

অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জামাল উদ্দীন, জামায়াত নেতা মাহবুবুল আলম, মাজহারুল ইসলাম এবং মাহফুজুর রহমান।

এদিকে সকাল সাড়ে ৭টায় তেজগাঁও-মহাখালী রেলপথও অবরোধ করেন জামায়াতের কর্মীরা।

ঢাকা মহানগরী উত্তরের প্রচার এবং মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত অবরোধ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য আমিনুল ইসলাম, অ্যাডভোকেট জিল্লুর রহমান, আলাউদ্দিন, সাবেক ছাত্রনেতা কলিম উল্লাহ, মনির আহমেদ, ছাত্রনেতা নাজিমুদ্দিন প্রমুখ।

>>>  গণভবনে সাকিব

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :