লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না বলেছেন, বাংলাদেশে একটি মাত্র দল ইসলামের জন্য কাজ করছে। সেই দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। তবুও বিএনপি-জামায়াত আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার করে আওয়ামী লীগ ইসলামের শত্রু। এমন ডাহা মিথ্যা অপবাদের শিকার হতে হয়েছে আওয়ামী লীগকে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের কৃষক লীগের কর্মী সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সময় দেশের মানুষ সত্যটা বুঝে গেছে। কারা ইসলাম ধর্মের জন্য কাজ করে। আর কারা ইসলাম এবং রাজনীতিকে পুঁজি করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে। রাজনৈতিক মিছিল-মিটিং নামে কারা দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করে। এখন আর মানুষকে বুঝাতে হবে না।
মান্না ভূঁইয়া বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এদেশে ইসলামের জন্য ফাউন্ডেশন তৈরি করছে। টঙ্গীতে ইজতেমার মাঠ করেছেন। সেই মাঠ এখন বিশ্ব ইজতেমার মাঠ হিসেবে পরিচিত। সারা বিশ্বের মানুষ ওই মাঠে এসে আল্লাহ দরবারে শান্তির জন্য প্রার্থনা করে। বঙ্গবন্ধুকে অনুসরণ করে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশের ৫১৭টি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করছে। পাশাপাশি ইসলামী সেন্টার এবং ইসলামী সৃংস্কৃতি সেন্টার চালু করছে।
মান্না ভূঁইয়া আরও বলেন, অপপ্রচারের দিন শেষ। এখন আমরা স্মার্ট বাংলাদেশের নাগরিক। আপনারা এখন থেকে গ্রাম-মহল্লা থেকে শুরু করে প্রতিটি মানুষের কাছে গিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক দৃশ্যমান কাজগুলোর কথা বলবেন। শেখ হাসিনা সরকার মাতৃকালীন ভাতা, শিশু ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা অর্থাৎ সকল সুযোগ-সুবিধা দিচ্ছে আওয়ামী লীগ সরকার এই কথাগুলো মানুষের ধারেকাছে গিয়ে বলতে হবে। তাহলে মানুষের ভুলটা ভাঙবে।
সদর থানা কৃষক লীগের আহ্বায়ক রিয়াজুর রহমান তাসনীমের সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক মামুন পাটওয়ারী সঞ্চালনায় আয়োজিত কর্মী সম্মেলনে উদ্বোধক ছিলেন- জেলা কৃষক লীগের আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ আবদুল্লাহ, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক ইউসুফ পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা আবুল বাশার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাসেম আহমেদ রুপমসহ প্রমুখ।