ঢাকা, বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মীরসরাই প্রফেশনাল সোসাইটি’র কমিটি গঠিত

চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার সার্বিক উন্নয়ন ও পারস্পরিক কল্যানের  উদ্দেশ্যে গত রবিবার ঢাকার বারিধারার একটি রেস্টুরেন্টে মীরসরাই  প্রফেশনাল  সোসাইটি’’ নামক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। বিশিষ্ট  ব্যবসায়ী ও সমাজসেবক  দিদারুল আলম চৌধুরী কে চেয়ারম্যান এবং বেসরকারী  ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক লিঃ এর  সাবেক এমডি কাজী মসিহুর রহমান , পুলিশের সাবেক ডিআইজি মেজবাহুন্নবী,  ব্রিগেডিয়ার  জেনারেল  ( অব.)  শাহ নুর জিলানী, সামিট বিবিয়ানা পাওয়ার কোম্পানি লিঃ এর ব্যবস্হাপনা পরিচালক ইন্জিনিয়ার  এসএম নুরউদ্দিনকে  কো চেয়ারম্যান এবং  ব্রিগেডিয়ার  জেনারেল ( অব.) মোঃ  মোহসীনকে মহাসচিব  এবং  সাবেক রাষ্টদূত মোঃ  ওয়াহিদুর রহমানকে ট্রেজারার করে  ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী  কমিটি গঠন করা হয়। সাবেক অতিরিক্ত সচিব মোঃ রোকন উদ দৌলার সভাপতিত্বে  সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন  মীরসরাই কন্ঠের  সম্পাদক ও প্রকাশক মোঃ শামসুদ্দীন  শামস। উল্লেখ্য এটি একটি সম্পূর্ণ  অরাজনৈতিক  ও সেবামুলক  সংগঠন।

>>>  বিএসএমএমইউ’র সাবেক উপাচার্য ডা.  কামরুল হাসান খানের জন্মদিন

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :