ঢাকা, শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লক্ষ্মীপুরে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু

লক্ষ্মীপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হনুফা বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে নোয়াখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এছাড়া ২৪ ঘণ্টায় লক্ষ্মীপুরের ৫ উপজেলায় ৫৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে সদর হাসপাতাল ও চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮০ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানায়, এখন পর্যন্ত লক্ষ্মীপুরে এক হাজার ১৭৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এরমধ্যে সদর উপজেলা ৫৩১, কমলনগরে ২৬৪, রায়পুরে ১১১, রামগঞ্জে ৮৮ এবং রামগতিতে ১৮২ জন। জেলার ৫ উপজেলায় ১৮০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে সদর হাসপাতালে ৯৯ জন, কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪১ জন, রায়পুরে ১০, রামগঞ্জে ১৩ ও রামগতিতে ১৭ জন রোগী চিকিৎসাধীন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন বলেন, ৯৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রতিনিয়তই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন (সিএস) আহাম্মদ কবীর দৈনিক স্লোগানকে বলেন, হনুফা বেগম লক্ষ্মীপুরে কোথাও চিকিৎসা নেননি। তিনি নোয়াখালীর একটি হাসপাতালে মারা গেছেন। লক্ষ্মীপুরের হাসপাতালগুলোতে এখনো পর্যন্ত কোনো রোগী মারা যাননি। আমরা রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছি।

>>>  মিছিল নিয়ে সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :