বদলগাছীতে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত
নওগাঁ জেলার বদলগাছীতে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথমদিনে প্রাথমিক ও প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ‘বই বিতরণ উৎসব-২০২৪’ অনুষ্ঠিত হবে। নতুন বছরের প্রথমদিন সোমবার বই উৎসব উদযাপিত হয়। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বইয়ের ঘ্রাণে আর উল্লাসে মেতে উঠবে প্রায় ৪ কোটি শিক্ষার্থী। এবার প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসাসহ বিভিন্ন স্তরে ৩ কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩২৪ জন শিক্ষার্থীর মধ্যে ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭টি বই বিতরণ করা হবে।
২০২৪ শিক্ষাবর্ষের জন্য রোববার সকালে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এ ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় নওগাঁর বদলগাছীতে উপজেলা সদরের বদলগাছী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল, লাবণ্য প্রভা বালিকা বিদ্যালয় ও মাইলস্টোন হাইস্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল।
এসময় আরও উপস্থিত ছিলেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিরুল ইসলাম, ও স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
স্ব স্ব বিদ্যালয সূত্রে জানা গেছে, এবারে বদলগাছী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০০ জন শিক্ষার্থী, বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের ৬০০ শিক্ষার্থী, বদলগাছী বালিকা বিদ্যালয় এর ৫০০ জন শিক্ষার্থী ও মাইলস্টোন হাইস্কুলের ১৫০ জন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। এর পাশাপাশি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ও বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।