ঢাকা, বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের চিকিৎসক আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নির্বাচনে

নিজস্ব প্রতিবেদক, স্লোগান 

 

জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের চিকিৎসক ডা. এ.কে. মোহাম্মদ কুদরাত-ই-হাসান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচনে ২০২৪ এর প্রাথমিক শাখার অভিভাবক সদস্য পদপ্রার্থী। নির্বাচনে তার ব্যালট নং ১৪।
ইতোমধ্যে যোগ্যতার পরিচয় দিয়ে তিনি আইডিয়াল স্কুলের এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। উনার সময়ে ২০২৪ সালের ভর্তি প্রক্রিয়া স্বচ্ছতার মাধ্যমে হয়েছিল, এছাড়াও তিনি স্কুলের উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেছেন যেমন স্কুলের ল্যাবরেটরি গুলোর আধুনিকরণ ও শিক্ষার্থীদের জন্য স্কুলের লাইব্রেরীতে বই খাতার মূল্য কমানো, ক্যানটিনে খাবারের মান উন্নতকরণ, ইউনিফর্মের মূল্য কমানো ইত্যাদি। এছাড়াও মোবাইলে ম্যাসেজ এর মাধ্যমে অভিভাবকদের বিভিন্ন তথ্য জানানোর প্রক্রিয়া করছেন।
ডা. এ.কে. মোহাম্মদ কুদরাত-ই-হাসান আরও জানিয়েছেন, এবার নির্বাচত হলে মতিঝিল, বনশ্রী ও মুগদা শাখায় অভিভাবকদের বসার ও টয়লেটের সুব্যবস্থা করবেন এবং স্কুলের ভবনগুলোর আধুনিকভাবে সংস্কার করবেন। উল্লেখ্য তিনি অত্র স্কুল অ্যান্ড কলেজের ১৯৯৩ ব্যাচের ছাত্র ছিলেন।

>>>  ছাতকে চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধ লঙ্ঘনের অভিযোগ

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :