গ্রিক এজিয়ান দ্বীপ লেসবসের কাছে কোমোরসের পতাকাবাহী একটি কার্গো জাহাজ আজ রবিবারে সমুদ্রের উত্তাল হাওয়ায় ডুবে গেছে। এতে অন্তত ১৩ জন নিখোজ রয়েছে।তাদের একটি উদ্ধার অভিযান চলছে।
কোস্ট গার্ড জানিয়েছে, নৌবাহিনীর একটি হেলিকপ্টার র্যাপ্টর কার্গো জাহাজ থেকে একজন ক্রু সদস্যকে তুলে নেয়। পরে তাকে লেসবস জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বাকি ১৩ জনের অবস্থা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। কোস্ট গার্ডের মুখপাত্র নিকোস অ্যালেক্সিও কোনো বিস্তারিত না জানিয়ে বলেছেন, ‘ এ ঘটনায় তিনি হতবাক।’
পাঁচটি কার্গো জাহাজ, তিনটি উপকূলরক্ষী জাহাজ, বিমান বাহিনী ও নৌবাহিনীর হেলিকপ্টার ও নৌবাহিনীর একটি ছোট যুদ্ধজাহাজ উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, লবণ বোঝাই পণ্যবাহী জাহাজটিতে ১৪ জন ক্রু সদস্য ছিলেন।