ঢাকা, শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘এইচএসসি-সমমানের পরীক্ষা পেছানোর সুযোগ নেই’

এইচএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৭ আগস্ট থেকে। সুষ্ঠু, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে আজ মঙ্গলবার(৮ আগস্ট) জাতীয় মনিটরিং এবং আইন-শৃঙ্খলা কমিটির সভা ডাকা হয়েছে। এই পরীক্ষা পেছানোর কোন সুযোগ নেই।

ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার আজ গণমাধ্যমকে বলেন, “পরীক্ষা পেছানোর দাবি ওঠানো শিক্ষার্থীরা না বুঝে আন্দোলন করছে।

এই পরীক্ষা পেছানোর কোন ধরনের সুযোগ নেই।” চেয়ারম্যানের দাবি, শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই এ পরীক্ষার সময়সূচি, নম্বরসহ সবকিছু সাজানো হয়েছে।

তিনি বলেন, “আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষাকে আগের সময়সূচি অর্থাৎ ফেব্রুয়ারি, এপ্রিলে ফিরিয়ে নিয়ে আসতে চাই। সেজন্য পরীক্ষার সময়গুলো আস্তে আস্তে এগিয়ে আনা হচ্ছে।

এ কারণেই এবার একটু সময় কম পেয়েছে তারা। এই বিষয়টি আগেই নোটিশ করা হয়েছে।   

তপন কুমার বলেন, এইচএসসি পরীক্ষার সিলেবাস এবং রুটিন অনেক আগেই দেওয়া হয়েছে। এ বিষয়ে সব পক্ষের সাথে বসে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কারও কোনও সমস্যা হওয়ার কথা নয়। পরীক্ষা আগের নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

>>>  বিভিন মোড়ে যুবলীগের নেতা–কর্মীদের অবস্থান

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :