অনন্য সুন্দর এক নাম তার, মাটি! কিন্তু পুরো নাম আদিবা আজম মাটি। বর্তমান সময়ে নতুনদের মধ্যে বিস্তৃত সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে তার মধ্যে। মাটি একাধারে একজন নৃত্যশিল্পী, মডেল, এ্যাংকর, অভিনেত্রী- ছাড়াও বহু গুনে গুণান্বিত তিনি। বর্তমানে তিনি বিভিন্ন কাজের চাপে ব্যস্থ সময় পার করছেন।
মাটির গ্রামের বাড়ি বরিশালে, কিন্তু তার বেড়ে ওঠা ঢাকাতেই। একজন মহান শিক্ষক পিতার সন্তান মাটি। ছোটবেলায় বাংলাদেশ ক্যারাটে ফেডারেশন থেকে শিখেছেন ক্যারাট, বুলবুল ললিত কলা একাডেমি থেকে শিখেছেন নৃত্য, সংযুক্ত ছিলেন বাংলাদেশ গার্লস গাইড এর সঙ্গে, উল্লেখ্য যে তিনি ফেঞ্ছারও ছিলেন। তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের একজন নিয়মিত প্লেয়ার এবং বর্তমানে তিনি কাজ করছেন টি-টাচ্ ক্লথিং এর ব্রান্ড এ্যাম্বাসেডর হিসাবে।
মাটি বর্তমানে রাজধানীর একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে সিএসই নিয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং-এ স্ট্যাডি করছেন। ভবিষ্যতের ক্যারিয়ার ভাবনা থেকে তিনি বলেন, “কাজ অনেকেই করে, কিন্তু আমি কাজকে দায়িত্ব মনে করি তারপর সেটাকে এনজয় করে করি- তাতে পজিটিভ রেজাল্ট পাই, ভুল থেকে শিক্ষা নেই এবং পরে তা শুদ্ধভাবে করার চেষ্টা করি।”