কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ সুয়েজ খালে হংকংয়ের পতাকাবাহী একটি এলপিজি ট্যাংকারের সাথে সংঘর্ষ হয়ে একটি টাগবোট ডুবে গেছে।
শনিবার ( ৬ জুলাই) সুয়েজ খাল কর্তৃপক্ষ এ বিষয়টি জানিয়েছে। তবে শিপিং ট্রাফিকের কোনো ব্যাঘাত ঘটেছে কি না, তার কোন উল্লেখ করেনি তারা।
খাল কর্তৃপক্ষের প্রধান ওসামা রাবি এক বিবৃতিতে বলেন, ‘ফাহদ’ টাগবোটে সাত আরোহী ছিলেন। ডুবে যাওয়া নৌকাটি উদ্ধারের জন্য একটি ক্রেন পাঠানো হয়েছে ও সেখানে উদ্ধারকাজ চলমান রয়েছে।
রাবি বলেন, ‘চিনাগাস লেজেন্ড’ নামের ট্যাংকারটি সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে দক্ষিণ দিকে বাল্লা এলাকায় যাওয়ার সময় এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। দুর্ঘটনার যাবতীয় প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ট্যাংকারটি বর্তমানে পোর্ট সৈয়দে অপেক্ষা করছে বলেও তিনি জানিয়েছেন তিনি।
ট্যাংকারটির আয়তন হচ্ছে ২৩০ মিটার দীর্ঘ ও ৩৬ মিটার চওড়া। এটি প্রায় ৫২ হাজার টন এলপিজির কার্গো বহন করে।
সূত্র : রয়টার্স