জি২০ সম্মেলন শেষে ভারত থেকে দেশে ফিরতে পারেননি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রবিবার রাতে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু ফ্লাইটের কিছুক্ষণ আগে কানাডার সশস্ত্র বাহিনী বিমানে যান্ত্রিক সমস্যার বিষয়টি বুঝতে পারে এবং ফ্লাইট স্থগিত করা হয়।
কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, রবিবার দেশে ফিরতে পারছেন না ট্রুডো ও তার সঙ্গীরা।
কারণ তাদের বিমানে যে ত্রুটি ধরা পড়েছে তা দ্রুত ঠিক করা সম্ভব হচ্ছে না।
রবিবার দুপুরে জি-২০ সম্মেলন শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেন ট্রুডো। সেই বৈঠক শেষে দিল্লি বিমানবন্দর থেকে দেশে ফেরার কথা ছিল তার। রাত ৮ টায় বিমানবন্দরে পৌঁছেও গিয়েছিলেন তিনি।
কিন্তু তখন বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। যান্ত্রিক এই সমস্যা রাতারাতি মেটানো সম্ভব নয়। সে কারণে কানাডার প্রধানমন্ত্রী এবং তার সঙ্গীদের রবিবার রাতে ভারতেই থাকতে হয়েছে। যদিও ঠিক কী ত্রুটি ধরা পড়েছে তা এখনও স্পষ্ট নয়।
সূত্র: সংবাদ প্রতিদিন