ইসরায়েলি সেনারা আজ মঙ্গলবার জেনিনের পশ্চিম তীরের শহরের কাছে এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এই ছাড়াও হেবরন শহরের কাছে এক বসতি স্থাপনকারীর ওপর সোমবারের গুলি চালানোর ঘটনায় সেনারা দুজনকে গ্রেপ্তার করে থাকে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দখলদাররা (ইসরায়েলি বাহিনীর) গুলি চালালে ওসমান মোহাম্মদ আবু খুরোগ (১৭) মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
সরকারি ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে যে, জেনিনের দক্ষিণ-পূর্বে ছোট শহর জাবাবদেহ শহরে সংঘর্ষ শুরু হলে আবু খুরোগ নিহত হয়, যেখানে ইসরায়েলি বাহিনী আগের দিনের হামলার সন্দেহভাজনদের গ্রেপ্তার করতে প্রবেশ করেছিল।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, সেনাদের দিকে ‘বিস্ফোরক যন্ত্র’ নিক্ষেপ করার পর তারা গুলি চালায়। এই সময় একজন নিহতকে চিহ্নিত করা হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।
ইসরায়েলি সেনারা নিয়মিত জেনিনের মতো এলাকায় আগ্রাসন চালায়, যেগুলো নামমাত্র প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষের বেসামরিক এবং নিরাপত্তা নিয়ন্ত্রণের অধীনে। জুলাই মাসে সেনাবাহিনী জেনিন শরণার্থী শিবিরে বছরের মধ্যে সবচেয়ে বড় অভিযান চালায়, যেখানে যোদ্ধা-শিশুসহ ১২ ফিলিস্তিনি নিহত হয়েছিল।
ওই অভিযানে একজন ইসরায়েলি সেনাও মারা গিয়েছিলেন। তবে সেনাবাহিনী মঙ্গলবার জানায়, তিনি তার নিজের সাথীদের গুলিতেই নিহত হয়েছেন। সেনাবাহিনী বলেছে, ডেভিড ইহুদা ইজহাককে ‘ভুল শনাক্তকরণের’ পর সহকর্মী সেনারা গুলি করে হত্যা করেছেন।
এদিকে পশ্চিম তীরে সহিংসতা বেড়েই চলেছে।
ইসরায়েলি বসতি স্থাপনকারী বাতশেভা সোমবার তার মেয়ে এবং একজন পুরুষের সাথে হেবরনের কাছে একটি গাড়িতে ভ্রমণ করছিলেন। ওই সময় পাশ দিয়ে যাওয়া অন্য একটি গাড়ি থেকে গুলি চালানো হলে তিনি নিহত হন। তার মেয়ে অক্ষত ছিল। কিন্তু লোকটি গুরুতর আহত হয়েছেন বলে সেনাবাহিনী ও চিকিৎসকরা জানিয়েছেন।
সেনাবাহিনী জানিয়েছে, হেবরনের দুই ফিলিস্তিনি বাসিন্দাকে সোমবার গুলি চালানোর ঘটনায় অংশ নেওয়ার সন্দেহে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে।
ওই নারীর খুনিদের খোঁজে তল্লাশি চালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়।
ক্রমবর্ধমানসহিংসতা
সর্বশেষ এই মৃত্যুসহ চলতি বছর এই পর্যন্ত ইসরায়েল-ফিলিস্তিনি সংঘর্ষের সাথে যুক্ত সহিংসতায় কমপক্ষে ২১৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। উভয় পক্ষের সরকারি সূত্র থেকে সংকলিত এএফপির তথ্য অনুযায়ী, সহিংসতায় ৩১ জন ইসরায়েলি, একজন ইউক্রেনীয় এবং একজন ইতালীয় প্রাণ হারিয়েছে। এর মধ্যে ফিলিস্তিনের পক্ষে যোদ্ধাদের পাশাপাশি বেসামরিক নাগরিক এবং ইসরায়েলের পক্ষে আরব সংখ্যালঘুর তিন সদস্য রয়েছে।
সূত্র : এএফপি