ঢাকা, বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রচন্ড শীত উপেক্ষা করেও নড়াইলে চলছে বিটি পিটি কার্যক্রম

প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এর নতুন কার্যক্রম হিসেবে সারাদেশে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ- বিটিপিটি। গত ১৫ জানুয়ারি সারাদেশে একযোগে শুরু হয়েছে এ প্রশিক্ষণ কার্যক্রম। তারই ধারাবাহিকতায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, নড়াইল এর তত্ত্বাবধানে ও শুরু হয়েছে উক্ত কার্যক্রম টি। ১৫ জানুয়ারি, ২০২৪ ভার্চ্যুয়াল মাধ্যমমে উপস্থিত থেকে প্রাথমিক শিক্ষা সচিব জনাব আমিনুল ইসলাম খান সারাদেশে একযোগে এই প্রশিক্ষণ কার্যক্রম এর উদ্বোধন করেন।

তারই ধারাবাহিকতায় নড়াইল জেলা পিটিআই তে ও সুচারুভাবে পরিচালিত হচ্ছে উক্ত কার্যক্রম টি। জানা যায় ভোর ছয়’টায় শরীরচর্চা তথা পিটি কার্যক্রম এর মাধ্যমে শুরু হয় প্রতিদিনের প্রশিক্ষণ। উল্লেখ্য যে, আজ নড়াইল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল নয় ডিগ্রি সেলসিয়াস (৯° সে.)। এর আগে এক বিবৃতি থেকে জানা যে, ১০ ° সেলসিয়াস এর নিচে তাপমাত্রা পরিলক্ষিত হলে শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে কার্যক্রম লাঘব করনের জন্যে, এমনকি প্রয়োজনের তাগিদে স্থগিত রাখতে বলা হয়।

আজ ২৩ জানুয়ারি, ২০২৪ ভোরে নড়াইল পিটিআই ও এর আশেপাশের এলাকাজুড়ে ব্যাপক কুয়াশা পরিলক্ষিত হয়। তা সত্ত্বেও ঠান্ডা ও কুয়াশার প্রকোপ উপেক্ষা করে নড়াইল পিটিআই তে স্বতঃস্ফূর্ত ভাবে পিটি কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত পিটি কার্যক্রমে সকল প্রশিক্ষণ গ্রহীতা’র পাশাপাশি উপস্থিত ছিলেন উক্ত পিটিআই এর সুপারিন্টেন্ডেন্ট জনাব মোসাঃ শাহিদা খাতুন। উল্লেখ্য যে, উক্ত পিটি কার্যক্রম টি পরিচালনা করেন ইনস্ট্রাক্টর মিহির কুমার পাল ও তানজিয়া পিয়াস।

পিটি কার্যক্রম ও পরিচালনা বিষয়ে জনাব মিহির কুমার পাল দৈনিক স্লোগান প্রতিবেদক কে জানান, নিয়মিত শরীরচর্চা ও অনুশীলন শরীর ও মন দু’টোই প্রফুল্ল রাখে এবং আমাদের সুস্থতার জন্যে এর গুরুত্ব অপরিসীম। তিনি আরও বলেন, সুস্থ থাকার নিমিত্তে আমাদের প্রত্যেকেরই উচিত নিয়মিত শরীরচর্চা করা।

>>>  রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্তে শিশুর মৃত্যু

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :