ঢাকা, শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ডেঙ্গুতে খুমেক হাসপাতালে নারীর মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে  রিয়া বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রিয়া পিরোজপুরের বড়ভাই জোড়া এলাকার বাসিন্দা। গত রবিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। সর্বশেষ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করে জানান, চলতি বছরে খুলনায় সর্বমোট ৮১৯ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘন্টায় হাসপাতালে একজন রোগীর মৃত্যু হয়েছে। আর ভর্তি হয়েছেন ২৭ জন রোগী। বর্তমানে হাসপাতালে ৭৮ জন ডেঙ্গ রোগী ভর্তি রয়েছেন। আর গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন।

>>>  রাণীশংকৈলে পানিতে ডুবে শিশুসহ দুইজনের মৃত্যু

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :