ঢাকা, রবিবার, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

দক্ষিণ আইচায় মামলা করায়, বাদীকে হত্যার হুমকি

জেলা প্রতিনিধি, ভোলা

আদালতে মামলা করায়, বাদীকে হত্যার হুমকির অভিযোগের সত্যতা মিলেছে! মামলা সূত্রে জানা গেছে, চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের চর আইচা ৯নং ওয়ার্ডের বাছেদ পাটোয়ারীর নিজস্ব জমি ও গাছ, তার ভাতিজারা জোর পূর্ব দখল নেওয়ার সময় বাঁধা দিতে গেলে বাছের পাটোয়ারী ও তার ছেলে রিয়াজ সহ দু’জনকে পিটিয়ে আহত করে। এ বিষয়ে তিনি গত সোমবার (১০জুন) চরফ্যাশন সিনিয়র চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।

উক্ত মামলায় চর আইচা  গ্রামের মৃত শাহিন পাটোয়ারী  ছেলে ইব্রাহিম, (৩০) ইউছুফ(৩৫), রুবেল(২৫) মৃত আলী মিয়া পাটোয়ারীর ছেলে আলাউদ্দিন সহ অজ্ঞাত আরও পাঁচ ছয়জনকে আসামি করা হয়।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত (২৪ জুন) আসামিরা বাদী ও তার পরিবারকে মামলা প্রত্যাহার করতে বলে। অন্যথায় হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়।

ভূক্তভোগী বাছেদ পাটোয়ারী  বলেন, মামলা করার পর থেকেই সন্ত্রাসী ইব্রাহিম, ইউছুফ, রুবেল তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে আমাদেরকে দিন রাত হত্যার হুমকি ও মামলা তুলে নিতে চাপ দিয়ে যাচ্ছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় আছি, আমরা বাসায় থাকতে পারছিনা। ইব্রাহিম গংদের সাথে আলাপকালে  তারা জানান যে চাচার সাথে দীর্ঘদিন আমাদের পারিবারিক ঝামেলা চলছে, কিছুদিন আগে জমি জমা নিয়ে একটি মারামারি হয়েছে। এই বিষয়ে  চাচা আমাদের নামে একটি মামলা করছে আমারও চাচার নামে একটি মামলা করেছি আদালতে মামলা চলমান রয়েছে । চাচা কে আমরা কোন হুমকি-ধামকি দেই নাই।   এ বিষয়ে দক্ষিণ আইচা থানার (ওসি) সাইদ আহমেদ  বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

>>>  প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের ৬ সপ্তাহের আগাম জামিন

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :