নিজস্ব প্রতিবেদক, স্লোগান
সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের সাথে ঈদের খুশি ভাগাভাগি করতে ঈদ উপহার বিতরণ করেছে ‘এ সময়ের বাতিঘর নামের সেচ্ছাসেবী সংগঠন। রোববার ৭ এপ্রিল (২৭ রমজান) নারায়ণগঞ্জ সদর উপজেলার মামুদপুরে ঈদ উপহার বিতরণ কার্যক্রম শুরু হয়, যা ঈদের পর্যন্ত চলমান থাকবে।
কার্যক্রমের প্রথমদিন প্রায় ১০০ পরিবারের মাঝে উপহার পৌঁছে দিয়েছে সংগঠনটি। প্রতিটি পরিবারের ইদ উপহারে ছিল- ২ ধরনের সেমাই, চিনি , দুধ, ৫ কেজি চাল, পোলাও চাল, আলু, পিঁয়াজ ও মুরগি।
সংগঠনটির সভাপতি আনোয়ার আজিম বলেন, “সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করায় আমরা আনন্দিত , যা ঈদের চেয়েও বহুগুন বেশি। তাদের মাঝে ঈদের আনন্দকে ভাগাভাগি করার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। যারা আর্থিকভাবে সহায়তা করে আমাদের সংগঠনের পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক তারিফুল ইসলাম বলেন, “এই রমজানে মাসব্যাপী পথচারী মুসাফিরদের ইফতার বিতরণ, অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ , ক্যান্সার আক্রান্ত নারীর চিকিৎসায় নগদ অর্থ প্রদান, মাদ্রাসার ছাত্রদের ঈদের জন্য পাঞ্জাবি উপহার প্রদান করা হয়েছে।” বিগত দিনের সামাজিক কার্যক্রমগুলোর পাশাপাশি আরও সামাজিক কার্যক্রমের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করেছে সংগঠনটি। এরমধ্যে উল্লেখযোগ্য কার্যক্রম ছিল-মেডিকেল ক্যাম্প, বয়লার ডাস্টবিন বিতরণ, এসএসসি এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা, অসুস্থ দরিদ্র শিশুকে চিকিৎসার ব্যবস্থা করা।