আগামী শনিবার (৪ নভেম্বর) বন্ধ থাকবে মেট্রো রেল চলাচল। এমআরটি লাইন-৬ আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
আজ বুধবার (১ নভেম্বর) এমআরটি লাইন-৬ প্রকল্পের উপপরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ নভেম্বর মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে।
পরদিন (৫ নভেম্বর) থেকে মেট্রোরেল স্বাভাবিক চলাচল করবে।
মেট্রো রেলে যাতায়াতকারী যাত্রীদের জন্য সাময়িক এ অসুবিধায় দুঃখ প্রকাশ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।