মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে বিদেশি মদ ও ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২ ডিসেম্বর) রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই ইফতেখার ইসলাম এর নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের একটি কলোনী থেকে বিদেশি মদ ও ইয়াবাসহ দু’জনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, শামীম মিয়া (৩৫) ও সৈয়দ আব্দুস সামাদ (৪৮)। ডিবি সুত্রে জানা যায়, আটককৃত শামীম মিয়ার ঘর তল্লাশী করে ১২ বোতল বিদেশি মদ ও ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের মৌলভীবাজার বিজ্ঞ আদারতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।