ময়মনসিংহ ১১ আসনের সংসদ সদস্য দ্বিতীয় বারের মতো নৌকার মনোনয়ন পাওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে ফেরার পথে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের নাছির গ্লাস নামক স্থানে তাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে নৌকার মনোনয়ন পাওয়ায় আলহাজ্ব কাজিম উদ্দীন আহম্মেদ ধনু কলেজ মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় দলের উন্নয়ন নিয়ে কথা বলেন। তিনি জানান, জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে আসন্ন নির্বাচনে নৌকাকে জয়ী করতে হবে। এসময় উপস্থিত ছিলেন , উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জমিরউদ্দীন মাস্টার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ওমর হায়াত খান নঈম, যুবলীগের সভাপতি আনিছুর রহমান খান রিপন, ভালুকা দলিল লেখক সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী স্বপন, আওয়ামী লীগের উপকমিটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ, ছাত্র লীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব, ছাত্র লীগের সাধারণ সম্পাদক অনিক তালুকদার সহ নেতাকর্মীরা।