সারা দেশের ন্যায় নওগাঁর বদলগাছীতে রবিবার সকাল ১০ ঘটিকায় ‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ এ প্রতিপাদ্যে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনীর মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন হয়েছে।
বদলগাছী উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র্যালিও হাত ধোঁয়া প্রদর্শনী হয়। অনুষ্ঠিত র্যালি ও হাত ধোয়া প্রর্দশনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মোসাঃ আলপনা ইয়াসমিন।
এসময় বদলগাছী উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মোসাঃ আলপনা ইয়াসমিন বলেন,সুস্থ থাকতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। সঠিকভাবে হাত ধোয়ার মাধ্যমে ৪০ ভাগ ডায়রিয়া, ৫০ ভাগ খাদ্য সংশ্লিষ্ট রোগ, ২১ ভাগ শ্বাস প্রশ্বাস রোগ প্রতিরোধ করা সম্ভব। হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে প্রতি ৫ টি শিশুর মধ্যে ১ টি শিশু ফুসফুস রোগ থেকে রক্ষা পাবে।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ময়নুল ইসলাম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীগন প্রমূখ।