ফিলিস্তিনে ভূখণ্ডের গাজায় নিরীহ মুসলিমদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রামের রাউজানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামি ছাত্রসেনা৷ উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই বাজারে ৩ নভেম্বর শুক্রবার আছর নামাজ শেষে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন ইসলামি ছাত্রসেনা পশ্চিম গুজরা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিরা। বিক্ষোভ মিছিল শেষে দরবারে ছৈয়দিয়া মাজার প্রাঙ্গনে মানববন্ধনে বক্তারা অবিলম্বে গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ, নির্যাতন ও বোমা হামলা বন্ধের দাবি জানান।
সংগঠনের সভাপতি মুহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় অতিথির বক্তব্যে রাখেন গাউছিয়া কমিটি পশ্চিম গুজরা ইউনিয়ন শাখার সিনিয়র সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুর রহিম, উপদেষ্টা আব্দুল মজিদ, ছাত্রসেনা দক্ষিণ রাউজানের সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রিদুয়ানুল হক,সিনিয়র সদস্য জোবাইদুল ইসলাম।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাফেজ ইদ্রিচ, হাফেজ নুরুদ্দিন, কারী জাকির আমিন, সেলিম সওদাগর, কায়েছ, সাহেদ, কায়েছ উদ্দীন, রাকিব, তানভীর, হৃদয়, মোবারক, তানজীল, ফাহিম, সিহাব, জাহেদ, ওমর, সাকিব, সাব্বির,মিনহাজ,মিরাজ প্রমুখ।
এ সময় স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবি জানান তাঁরা।