নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ডিসেম্বর) দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বধ্যভূমিতে পুস্প স্তবক অর্পন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । জেলা প্রশাসন,জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলসহ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পন করে।
সকালে জেলা জজ কোর্টের পার্শ্বে অবস্থিত বধ্যভূমিতে পুস্প স্তবক অর্পন করেন জেলা প্রশাসক মোহম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান,জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জুলিয়া শুকায়না,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নাহিদ পারভেজসহ সরকারি কর্মকর্তা,মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
দিবসটি পালন উপলক্ষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু ও চার নেতার প্রতিকৃতিতে পুস্প মাল্য অর্পন, বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।