নড়াইলে যৌতুক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি লাবলু মোল্যাকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ।
রবিবার (২৭ আগস্ট) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। সে নড়াইল সদর উপজেলার মাছিমদিয়া গ্রামের ওয়াজদ্দীন মোল্যার ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই অনুপম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর উপজেলার রঘুনাথপুর থেকে তাকে গ্রেফতার করে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেছেন,আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।