ঢাকা, রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নজরদারিতে আদম তমিজি যেকোনো সময় গ্রেপ্তার: র‌্যাব

হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হককে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে র‌্যাব।  ডিজিটাল নিরাপত্তা আইনসহ  বেশ কয়েকটি মামলা রয়েছে তারবিরুদ্ধে।

শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাবের আইন এবং গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এই তথ্য জানিয়েছেন।

এর আগে, বৃহস্পতিবার মধ্যেরাতে আদম তমিজীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তার গুলশানের বাসা ঘিরে রেখেছিল র‍্যাব।

কিন্তু তিনি আত্মহত্যার হুমকি দেওয়ায় গ্রেপ্তার না করেই ফিরে যায় র‍্যাব সদস্যরা। তবে তার বাসটি র‌্যাবের নজরদারিতে রয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে খন্দকার আল মঈন বলেন, আদম তমিজির বিরুদ্ধে অভিযোগ থাকার কারনে একটু সময় লাগলেও তাকে আইনের আওতায় আনা হবে। তাকে গ্রেপ্তারে গোয়েন্দারাও কাজ করছে।

এর আগে, গত ১৩ নভেম্বর রাত ১২টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন আদম তমিজী হক। দেশে ফিরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আদম তমিজী হক বলেন, বিমানবন্দরে পৌঁছানোর পর আমাকে ভিআইপি মর্যাদা দেওয়া হয়নি। বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনী আমাকে একটি অফিসে ৩ ঘণ্টা বসিয়ে রেখেছিল। বিমানবন্দরের অফিসে বসে থাকাকালীন আমি কয়েকবার তাদের সঙ্গে মেজাজ হারিয়েছি তবে তারা কখনই আমাকে অসম্মান ব্যবহার করেনি। আমি এখন নিরাপদ এবং বাড়িতে আছি।

এর আগে, গত সেপ্টেম্বরে আদম তমিজী ফেসবুকে লাইভে এসে অভিযোগ করেন, গাজীপুরের একজন প্রতিমন্ত্রী তার ব্যবসা বাজেয়াপ্ত করার চেষ্টা করছেন, তাকে তার ব্যবসার সুরক্ষার জন্য বিদেশ থেকে বাংলাদেশে ফিরে আসতে বাধ্য করছেন। এ ছাড়া ফেসবুকে লাইভে এসে তিনি নিজের পাসপোর্ট পুড়িয়ে ফেলেন। একই সাথে আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে বিভিন্ন অবমাননাকর মন্তব্য করেন তিনি। এর ফলে তাকে আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

>>>  শ্রীমঙ্গলে চোরাই কাজে ব্যবহৃত প্রাইভেট কারসহ গ্রেপ্তার ২

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :