ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তিন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা

যশোরের মনিরামপুরে মাদকসেবনরত অবস্থায় তিন যুবককে ধরে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান আদালত পরিচালনা করে তাঁদের দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন।

সাজাপ্রাপ্তরা হলেন, হাকোবা গ্রামের শাহ আলম (৩০), দূর্গাপুর গ্রামের সেলিম হোসেন (৩০) ও মোহনপুর গ্রামের আব্দুল গফ্ফার (২৩)।

এসিল্যান্ড আলী হাসান বলেন, দুপুরে মনিরামপুর বাজারের প্রভাতী বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ও মণিরামপুর গরু হাটা এলাকায় অভিযান পরিচালনার সময় সাজাপ্রাপ্ত তিনজনকে মাদক (গাঁজা) সেবনরত অবস্থায় পাওয়া গেছে। তাঁদের প্রত্যেকের কাছ থেকে ২০ গ্রাম করে গাঁজা উদ্ধার হয়েছে।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক আবুল কাশেম উপস্থিত ছিলেন।
ছবি : মনিরামপুরে গাঁজা সেবনের দায়ে আটক দুই যুবক।

>>>  ইসির নির্দেশনায় ডিএমপির ৩০ ওসির তালিকা তৈরি

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :