ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তারের জঞ্জাল সরাতে অভিযান শুরু রাসিকের

ইন্টারনেট এবং ডিস লাইনের অতিরিক্ত তারের জঞ্জাল অপসারণের জন্য রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার(১২ ডিসেম্বর) নগর ভবন থেকে মহিলা কলেজ হয়ে মালোপাড়া পুলিশ ফাঁড়ি পর্যন্ত বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র এবং বিপদজনকভাবে ঝুলন্ত ডিসের এবং ইন্টারনেটের তার অপসারণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন।

গত ২৭ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ও স্থানীয় সংবাদপত্রে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করে তারের জঞ্জাল দ্রুত সময়ে অপসারণে বিজ্ঞপ্তি দিয়েছিল রাজশাহী সিটি করপোরেশন।

রাসিকের সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘রাজশাহী মহানগরীতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানসমূহের দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে, রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লার অলি-গলিতে বৈদ্যুতিক খুঁটি ও ল্যাম্পপোস্টে বিভিন্ন ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের তার ঝুলে আছে, অনেক স্থানে অতিরিক্ত তার কুণ্ডলী আকারে এবং কোথাও কোথায়ও পাখির বাসার মতো হয়ে আছে। যত্রতত্র এইসব তারের জঞ্জালের কারণে পরিচ্ছন্ন ও সুন্দর রাজশাহী মহানগরীর সৌন্দর্য নষ্ট হচ্ছে। এমতাবস্থায় এইসব তারের জঞ্জাল দ্রুত সময়ে নিজ দায়িত্বে অপসারণ এবং আধুনিক ওয়ারলেস ইন্টারনেট সার্ভিস ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের ইন্টারনেট সেবা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো। দ্রুত তারের জঞ্জাল অপসারণ না করা হলে সিটি করপোরেশন সেগুলো অপসারণ করবে এবং জনস্বার্থে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘোষণার প্রায় দেড় মাস পর সিটি করপোরেশন এই অভিযান শুরু করলো। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন জানান, পর্যায়ক্রমে নগরীর সব এলাকায় এই অভিযান চালানো হবে।

>>>  শিক্ষকদের মারামারিতে প্রধান শিক্ষকই হাসপাতালে

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :