নওগাঁ জেলার বদলগাছী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সুমন হোসেন বলছেন স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে তরুন যুবকদের চাকরি না করে উদ্যোক্তা হতে হবে।
রবিবার বদলগাছীতে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ণ ও সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি আরো বলেন আমাদের খাদ্য তালিকায় সবচেয়ে নিরাপদ পুষ্টি মাছই দেয়, একজন মানুষ যদি প্রতিদিন ৬০ গ্রাম মাছ খেতে পারে তাহলে তার জন্য সেটি যথেষ্ট। সেই সুযোগটা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি করছেন।
এজন্য সরকার তরুণদের কর্মদক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং জামানতবিহীন ব্যাংক ঋণের সুযোগ দিচ্ছে।
আমি বলবো যে কোনো তরুণ লেখাপড়া শিখে চাকরির পেছনে না ছুটে নিজেরাই যদি মৎস্য খামার করে, মাছ উৎপাদন করে এবং সেটা যদি বিক্রি করে তাহলে ভালো পয়সা পেতে পারে। তাই তিনি তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহম্মেদ, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দীন,উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক মোঃ বাবর আলী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান সবুজ
ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ জাহিদ হোসেন সহ সাংবাদিকবৃন্দ,মৎস্য চাষী,মৎস্যজীবি,হ্যাচারি মালিক,মৎস্য খাদ্য বিক্রেতা,মাছ বিক্রেতা প্রমুখ।