ঢাকা, শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খুলনায় স্ত্রীর উপর অভিমানে করে আত্মহত্যা

খুলনার পাইকগাছায় স্ত্রীর বাড়ি থেকে চলে যাওয়াকে কেন্দ্র করে অভিমানে হাফেজ মুসা সরদার (৩৬) নামে এক যুবক ঝুলে আত্মহত্যা করেছে। সে উপজেলার রাড়ুলী এলাকার মৃত সুলতান সরদারের ছেলে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে মুসার বসত ঘরের ভেতর থেকে মারাত্মক পঁচা দুর্গন্ধ ছড়ালে আশপাশের লোকজন ঘরের ভেতরে উঁকি দিয়ে তার লাশ ঝুলতে দেখে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে আসলে বেলা ৩টার দিকে ঘরের দরজা ভেঙ্গে মুসার অর্ধগলিত লাশ উদ্ধার করে। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

স্থানীয়রা জানায়, প্রায় মাস দুয়েক আগে পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী একমাত্র সন্তানকে নিয়ে বাড়ি থেকে চলে যায়। এরপর তার স্ত্রী আর না ফেরায় সে একাই ওই বাড়িতে বসবাস করছিল। সর্বশেষ আজ বৃহস্পতিবার তার ঘরের ভেতর থেকে মারাত্মক পঁচা দুর্গন্ধ ছড়ালে আশপাশের লোকজন একত্রিত হয়ে তার ঘরের ভেতর উঁকি দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। এরপর তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা ৩টার দিকে ঘরের দরজা ভেঙ্গে মুসার অর্ধগলিত লাশটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা যেহেতু মুসার লাশের পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে। সেহেতু মুসা আজ থেকে ৪/৫ দিন পূর্বেই স্ত্রীর বাড়ি থেকে চলে যাওয়াকে কেন্দ্র করে অভিমানে নিজ বসত ঘরের ভেতর রশিতে ঝুলে আত্মহত্যা করে থাকতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম দৈনিক স্লোগানকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ঘরের দরজা ভেঙ্গে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

>>>  নাসিরনগরে অগ্রণী ব্যাংকের শাখা স্থাপনের অনুমতি!

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :