মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলাগাছের সুতা দিয়ে ঐতিহ্যবাহী বিভিন্ন পোষাক তৈরী বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে ক্ষুদ্র ও মাঝারী শিল্প ফাউন্ডেশনের আয়োজনে শ্রীমঙ্গল উপজেলার ডলুছড়া গ্রামে এ প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মৌলভীবাজারের উপপরিচালক মল্লিকা দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, ঢাকা এসএমই ফাউন্ডেশন সহকারী মহা-ব্যবস্থাপক মো. আব্বাস আলী, মৌলভীবাজার আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট এর অধ্যক্ষ তোফায়েল আহমেদ, মৌলভীবাজার বিসিেিকর উপ-ব্যবস্থাপক মো. বিল্লাল হোসেন ভূইয়া ও শ্রীমঙ্গল উদ্যোক্তা ও তাঁত প্রতিনিধি রবিউল ইসলাম রাসেল প্রমুখ।
এছাড়াও অনুষ্টানে প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।