ঢাকা, শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার শাহবাগ থানার পরিদর্শক মোস্তফাকে বদলি

শাহবাগ থানার পুলিশ পরিদর্শক অপারেশন গোলাম মোস্তফাকে বদলি করা হয়েছে। 

সোমবার (১১ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা এক কার্যালয় আদেশে এই তথ্য জানা গেছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে জানানো হয়।

শাহবাগ থানার পুলিশ পরিদর্শক অপারেশন গোলাম মোস্তফাকে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর লাইন ওআর এ বদলি করা হয়েছে।

এই থানার পরিদর্শক অপারেশন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. আরশাদ হোসেনকে।

শাহবাগ থানায় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের সাথে জড়িত পুলিশ সদস্যদের শনাক্তে কাজ করছে ডিএমপির তদন্ত কমিটি। তারই অংশ হিসেবে বদলি করা হলো গোলাম মোস্তফাকে।

এদিকে, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের মারধরের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

>>>  প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত ড্রাইভারের ছেলে সিয়াম, ছাত্রলীগ থেকে বহিষ্কার 

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :