ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুরে দিনভর সড়ক অবরোধ, সন্ধ্যায় বেতন পরিশোধ

দৈনিক স্লোগান, সারাদেশ

গাজীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে সারাদিন বিক্ষোভ ও সড়ক অবরোধ শেষে এক মাসের টাকা পেয়েছেন। 

সোমবার (৩ মার্চ) সকাল ৭টার দিকে কোনাবাড়ী থানার জরুন এলাকায় ‘কেয়া নিট কম্পোজিট লিমিটেড’ কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছেন। 

এরপর তারা বিকাল ৫টা পর্যন্ত কোনাবাড়ি-জিরাব আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে ওই সড়কে যানচলাচল সম্পুর্ণ বন্ধ হয়ে যায়।  

সন্ধ্যায় এক মাসের বেতন পরিশোধ করার পর শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যায়। 


নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার শ্রমিকরা জানান, কেয়া নিট কম্পোজিট লিমিটেড কারখানায় তিন শিফটে প্রায় সাত হাজার শ্রমিক কাজ করেন। এ ছাড়া অফিসের কর্মচারী রয়েছেন শতাধিক। কর্মচারীদের বেতন বকেয়া তিন মাসের। কারখানার শ্রমিকরা বেতন পাবেন ফেব্রুয়ারি ও মার্চ মাসের। 

তারা আরও জানান, বৃহস্পতিবার শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও দেই, দিচ্ছি বলে কালক্ষেপণ করে চলেছে কারখানার কর্তৃপক্ষ। পরে তারা রোববার বেতন দেওয়ার কথা জানায়। কিন্তু ওইদিন রাতেও বেতন না পেয়ে শ্রমিকরা কারখানায় বিক্ষোভ শুরু করেন। 


এরপর সোমবার সকাল থেকে শ্রমিকদের একটি দল কারখানার বাইরে কোনোবাড়ি-জিরাব অঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে থাকেন। একই সময়ে শ্রমিকদের আরেকটি দল কারখানার ভেতরে কাজ বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন।  

ওই কারখানার কর্মকর্তা সুমন আহমেদ বলেন, “সোমবার বিকালের মধ্যেই বেতন দেওয়া হবে। শ্রমিকরা ফেব্রুয়ারি মাসের বেতন পাবে। মার্চ মাসের বেতন দেওয়ার সময় এখনও হয়নি।” 

>>>  একই মঞ্চে উন্মোচিত হলো জগন্নাথের চার শিক্ষার্থীর বই

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :