
“তেইশে জুন”
সাল ১৯৪৭!
ব্রিটিশ শাসন পেরিয়ে ভারত,
ভাগ হয় দুই দেশে,
“ধর্মভিত্তিক রাষ্ট্র গঠন!”
করে শাসকের হাসি হেসে।
পাক ধর্ম মিলে গেলেও,
অমিল ছিল সবে,
বৈষম্য আর শোষণ করে,
দেশটাকে লুটে খাবে।
শোষিতের আর বঞ্চিতের মনে,
ক্ষোভের দানা বাঁধে!
স্বীয় অধিকার আদায়ে তারা,
হাত রাখে কাঁধে-কাঁধে।
দুইশ বছর শেষে বন্দিদেশে,
এসেছিল যে স্বাধীনতা!
কেড়ে নিল! ভেঙে দিল তারা!
জাতির লালিত আশা।
ঊনপঞ্চাশের তেইশে জুন!
শেখ মুজিব ও তাঁর মতরা,
সাম্য ও ন্যায্য অধিকার আদায়ে,
গড়ে আওয়ামী মুসলিম লীগ!
যা ভাষার দাবি থেকে চেতনা একাত্তর,
স্বাধীনতা ও স্বাধিকার আদায়ে,
ছিল সর্বদা চির নির্ভীক।
একাত্তরের পরে আসে কত,
দেশি-বিদেশি ষড়যন্ত্র।
আওয়ামী লীগ ও বাঙালিত্ব ভাঙতে,
আঁটে তারা কত তন্ত্র-মন্ত্র।
ব্যর্থ হবে, বিফলে যাবে সব,
সফল হবেনা লেশে!
অসাম্প্রদায়িক এই দল আছে,
বাঙালি জাতীয়তাবাদে মিশে!
স্বাধীন দেশ উদ্ভাবনে তুমি,
সদা ছিলে অগ্রণী।
এই বাংলার প্রতিটি মানুষ,
রবে তাই চির ঋণী।
অন্যায় ও অত্যাচারে তুমি,
প্রতিবাদী সদা অম্লান!
সত্য ও ন্যায়ের পথেই তুমি,
চিরকাল থেকো বলীয়ান।
লেখক:
মো: ইয়াসির আরাফাত
শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।








