ঢাকা, বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সন্ধ্যা নামতেই রাজধানীতে বাসে আগুন 

বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা ৪৩ মিনিটে যাত্রাবাড়ীর মাতুয়াইলে মাদ্রাসা বাজার রোডে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা তালহা বিন জসিম এই বিষয়টি নিশ্চিত করেন।

তালহা বিন জসিম বলেন, সন্ধ্যায় আসিয়ান পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় থানা পুলিশ নিরাপত্তায় কাজ করছে। 

এর আগে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাড্ডার শাহজাদপুরের বাঁশতলায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস সূত্র জানা যায়, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে শাহজাদপুরের বাঁশতলায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

তবে এসব ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। 

>>>  হানিফ ফ্লাইওভারের নিচে যাত্রীবাহী বাসে আগুন

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :