টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে থেমে থাকা একটি ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনটির দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্টেশন কর্তৃপক্ষ জানায়, বুধবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি ট্রেন টাঙ্গাইল স্টেশন ত্যাগ করে। এরপরই পাশের লাইনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের দুটি বগিতে আগুন দেখা যায় । এতে ট্রেনের ইঞ্জিনের কাছাকাছি দুটি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। কমিউটার ট্রেনটি টাঙ্গাইল থেকে ঢাকা অভিমুখী লাইনে দাঁড়িয়ে ছিল।
খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে তার আগেই পুরে যায় ২টি বগি। আগুনের সূত্রপাত কিভাবে তা তদন্ত শেষে জানা যাবে।
এই নিয়ে টাঙ্গাইলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিস বলেন, ওই এলাকায় কাছাকাছি পানির কোনো উৎস নেই। পরে স্টেশন থেকে দুটি পানির ট্যাংক এবং ঘটনাস্থল থেকে কিছু দূরে একটি পানির উৎসে পাম্প ফিট করে মোট ৫টি পানির লাইন একসাথে চালু করা হয়। ফলে ২০-২৫ মিনিটের মধ্যে আগুন নিয়স্ত্রণে চলে আসে।