ঢাকা, শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আজ সোমবার(২১ আগস্ট) দুপুরে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে কাভার্ডভ্যান চাপা দেয়। এই ঘটনায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন ঘটনাস্থলেই এবং ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে একজন মারা গিয়েছেন।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে দৈনিক স্লোগানকে জানিয়েছেন, বেলা ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় ঘটা দূর্ঘটনায় ঘটনাস্থলে এক শিশুসহ তিনজন নিহত হয়।

নিহতদের মধ্যে জেলার সরাইল উপজেলা বড়ইবাড়ি এলাকার ফরিদ মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (২৭) এবংএকই এলাকার নাজমুল মিয়ার ছেলে জিলানীর (৮) পরিচয় পাওয়া গেছে।

তিনি জানিয়েছেন, সোহাগপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিচ্ছিল। এই সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন পুরুষ ও এক শিশু নিহত হয়।

আহত দুইজনকেই হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো একজন মারা যায়।

>>>  নড়াইলে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :