ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাজারে এলো অধ্যাপক কামালউদ্দীনের তিনটি বই


আবার বাজারে এলো অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের তরুণ বয়সে লেখা তিনটি বই। ছাত্র অবস্থায় লেখা তিনটি বই পুনঃমুদ্রণ করেছে বিশ্বসাহিত্য ভবন প্রকাশনী সংস্থা।

আজ বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষের কার্যালয়ে প্রকাশনী সংস্থাটির প্রকাশক তোফাজ্জল হোসেন লেখকের কাছে বইগুলো তুলে দেন। লেখক অধ্যাপক কামালউদ্দীন আহমদ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও উপাচার্য হিসেবে রুটিন দায়িত্বে আছেন।

জীবনীগ্রন্থ-ধর্মী এই বই তিনটি হচ্ছে মাদাম কুরি, উইনস্টন চার্চিল, ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট। এসব বই প্রকাশনী সংস্থাটির ৩৮/৪ বাংলা বাজার বিক্রয় কেন্দ্রসহ অনলাইনে বই বিক্রির সকল ওয়েবসাইটেও পাওয়া যাবে। একই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকেও বইটি সংগ্রহ করা যাবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং ভারপ্রাপ্ত উপাচার্য (রুটিন দায়িত্ব) কামালউদ্দীন আহমদ বলেন, কোন মহৎ ব্যক্তির জীবনী পাঠ অনেকাংশে একজন পাঠককে অনুপ্রাণিত করে। মাদাম কুরি, উইনস্টন চার্চিল এবং ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্টের দর্শন বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই জীবনীগ্রন্থটি লেখা।

>>>  জবি ছাত্র পরিচয়ে দাপিয়ে বেড়াচ্ছেন ক্যাম্পাস, ছাত্রলীগেও পদে আছেন

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :