চলছে ভাষার মাস ফেব্রুয়ারী। সে উপলক্ষে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে অমর একুশে বইমেলা-২০২৩। কোভিড-১৯ এর পর এবারের বইমেলা বেশ জমজমাট, সেই সাথে স্টলে স্টলে ভিড়ও জমছে বইপোকাদের।
গ্রন্থরাজ্য প্রকাশনী প্রদর্শন করে লিখেছেন আমাদের স্টাফ রিপোর্টার তানভীর তুষার। গ্রন্থরাজ্য প্রকাশনী থেকে এবারও প্রকাশিত হয়েছে এম.জে.বাবুর নতুন সাইকোলজিক্যাল থ্রিলার ধর্মী বই ‘ইনসেন্টিয়া’। প্রকাশিত হওয়ার পর ব্যাপক সাড়া ফেলেছে বইটি। লেখক বইটি সম্পর্কে জানান, বইটি সাইকোলজিক্যাল ও থ্রিলার ধর্মী, বাকিটা বই পড়লে জানা যাবে।

এম.জে. বাবুর জন্ম ব্রাক্ষণবাড়িয়াতে। কোনো কৃতিত্ব ছাড়া স্থানীয় স্কুল-কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি সম্পূর্ণ করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করছেন। প্রথম বই দিমেন্তিয়া প্রকাশ পায় ২০২০ সালে। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। অ্যাবসেন্টিয়া, পিনবল, ভ্রম দিয়ে পাঠকের মন জয় করলেও, জিন দিয়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। কাজ করছেন থ্রিলার ও সমকালীন জঁরা নিয়ে।








