একসঙ্গে ৯ তরুণীকে বিয়ে করে ২০২১ সালে প্রথমবার আন্তর্জাতিক শিরোনামে সাড়া তুলেছিলেন ব্রাজিলীয় মডেল আর্থার ও উরসো। অনেক ঘটা করে সেই সম্পর্কের উদযাপন করেন তিনি। তবে সময়ের সঙ্গে অনেকটাই ফিকে হয়ে গেছে এই মডেলের বিয়ের সম্পর্ক। গতকাল সোমবার ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের একটি চার্চে গিয়ে ৯ তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আর্থার। নিজের এই বহুগামী সম্পর্ককে আলাদা মাত্রা দেন মহা ধুমধামের সঙ্গে। তবে যে উৎসাহ নিয়ে তিনি এটি শুরু করেছিলেন, সময়ের সঙ্গে তা ফিকে হয়ে যায়। ৯ স্ত্রীকে নিয়ে আর সংসার করা হয়নি আর্থারের। কারণ, বিয়ের কয়েক মাস পরেই এক স্ত্রী তাকে ছেড়ে চলে যান। বহুগামী সম্পর্কে প্রথমে রাজি হলেও পরে মোহ ভাঙে ওই স্ত্রীর। তার পর থেকে আর্থার থাকছিলেন ৮ স্ত্রীকে নিয়েই
ব্রাজিলের জোঁ পেসোয়া শহরের ‘প্রাসাদোপম’ বাড়িতে সবাইকে নিয়ে থাকতেন আর্থার। আট স্ত্রীকে নিয়ে খুব ভালোভাবে দিন কাটছিল তার। তবে সংসারে ফের নামে অশান্তির ছায়া। সম্প্রতি চার স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করে ফেলেছেন এই মডেল। আর্থার জানান, এই মুহূর্তে তার চারজন স্ত্রী আছে। তাদের নিয়ে ব্রাজিলের বিশাল বাড়িতে থাকেন তিনি। তবে আরও বিয়ে করতে চান, সে জন্য পাত্রীর খোঁজ চলছে। নতুন সঙ্গী ছাড়া তিনি থাকতে পারেন না বলে জানান এই ব্রাজিলীয় মডেল।
বহুগামী সম্পর্ক নিয়ে তিনি জানান, একাধিক স্ত্রীকে নিয়ে থাকা, সবার সঙ্গে মানিয়ে-গুছিয়ে সংসার করা আদতে এমন কিছু কঠিন নয়। সকলের মন রাখতে তিনি একটি রুটিন বানিয়ে নিয়েছেন। কবে, কখন, কোন স্ত্রীর সঙ্গে ঠিক কতটা সময় তিনি কাটাতে চান—কোন সময় কী করতে চান, রুটিনে সেসব লেখা ছিল। সেই রুটিন অনুযায়ী দিন কাটান আর্থার। এমনকি কোন স্ত্রীর সঙ্গে কখন শারীরিক সম্পর্ক করবেন, তাও একটি রুটিনের আওতায় নিয়ে এসেছিলেন।
বিচ্ছেদ নিয়ে ব্রাজিলীয় এই মডেল জানান, বহুগামী জীবন শুরু করার পর তাকে নানা কথা শুনতে হতো। এ নিয়ে অনেক বিদ্রুপের শিকার হতে হয়েছিল তাকে এবং তার স্ত্রীদের, যা শুনে মন খারাপ হতো তাদের। সমাজের হাসাহাসির মাঝে সম্পর্ক টিকিয়ে রাখা যাবে কিনা, তা নিয়ে সন্দিহান হয়ে উঠেছিলেন আর্থার। স্ত্রীদের সঙ্গে তিনি এ নিয়ে আলোচনায় বসেন। কথাবার্তার মাধ্যমে সমস্যা সমাধান করে নিয়েছিলেন নিজেরাই।
এমন আলোচনার মাধ্যমেই চার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন আর্থার। তিনি বলেন, ‘আমাদের মধ্যে কোনো অশান্তি হয়নি। শান্তিতেই আমরা সম্পর্ক শেষ করেছি। প্রত্যেকের সঙ্গে আমরা নিজের অনুভূতি ভাগ করে নিয়েছি। মুক্ত ভালোবাসার সম্পর্ক তো এমনই হওয়া উচিত।’
গত বছর থেকেই সংসার, সঙ্গী ও বিবাহিত জীবন নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের শিরোনামে ছিলেন আর্থার।








