প্রথম ২৪ বলে করেছিলেন ২৩ রান। এমন ব্যাটসম্যানকে নিয়ে খুব বেশি চিন্তার কথা নয় প্রতিপক্ষের। নেপালের বোলাররাও ভাবেননি, সামনে কী ঝড় অপেক্ষা করছে তাদের জন্য। এরপর যা ঘটল, সেটিকে ঝড়ের চেয়ে ঘূর্ণিঝড় বলা চলে।
শুরুতে ধীরে ব্যাটিং করা ব্যাটসম্যানটি পরের ১৭ বলে তুলেছেন ৭৭ রান। যার মধ্যে ১১টি ছক্কা মেরেছেন। নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি গ্রাউন্ডে ঝোড়ো গতির এই ব্যাটিং করেছেন সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার আসিফ খান। ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড হলো দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের। ৩১ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসনের সেঞ্চুরি আছে ৩৬ বলে। আর পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির ৩৭ বলের সেঞ্চুরি আছে।
আসিফ সেঞ্চুরি করার পথে ফিফট করেছিলেন ৩০ বলে, পরের ১১ বলে নিজের রান নিয়ে যান ১০০–তে। তাঁর ব্যাটিং–ঝড় বেশিই গেছে লেগ স্পিনার সন্দীপ লামিচানের ওপর দিয়ে। নেপালের সাবেক অধিনায়কের করা ইনিংসের ৪৯তম ওভারে টানা চারটি ছয় মেরেছেন আসিফ। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪২ বলে ১০১ রান করে। তাঁর ইনিংসে ছিল ১১টি ছয় ও ৪টি চার। ওয়ানডেতে এটিই ছিল তাঁর প্রথম সেঞ্চুরি।
৩৩ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান নেপালের বিপক্ষে ওয়ার্ল্ড কাপ লিগ–২এর ম্যাচটিতে তিন অঙ্ক ছুঁয়েছেন ৪১ বলে। ওয়ানডেতে এটি চতুর্থ দ্রুততম সেঞ্চুরি। টপকে গেছেন ৪৪ বলে সেঞ্চুরি করা মার্ক বাউচারকেও।








