
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্টের টিকিট এখন পাওয়া যাবে অনলাইনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি)র ওয়েবসাইটে সোমবার ১২ জুন বেলা ২টা থেকে মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত টিকিট কেনা যাবে। এই ছাড়া মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে ম্যাচের আগের দিন (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টা থেকে পাওয়া যাবে ম্যাচের টিকিট। এর বাইরে ম্যাচের দিনেও বুথ থেকে টিকিট কেনা যাবে।
অনুশীলনে ব্যথায় কাতর তামিম
১৪ জুন শুরু হতে যাওয়া মিরপুর টেস্ট সর্বনিম্ন ১০০ টাকার টিকিটে দেখা যাবে। এই টাকা দিয়ে কেনা যাবে পূর্ব গ্যালারির টিকিট। এ ছাড়া দক্ষিণ এবং উত্তর গ্যালারি ২০০ টাকা, ক্লাব হাউস (শহীদ জুয়েল এবং শহীদ মুশতাক স্ট্যান্ড) ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১ হাজার টাকা করে ধরা হয়েছে।
অনলাইনে টিকিট কেনার আগে জাতীয় পরিচয়পত্র এবং ফোন নম্বর নিবন্ধন করতে হবে। একটি নিবন্ধন দিয়ে সর্বোচ্চ দুটি টিকিট কেনা যাবে। অনলাইন টিকিট কেনার পর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটসংলগ্ন বুথ থেকে সশরীর টিকিট সংগ্রহ করতে পারবে।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব