
টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেক দিন হলো। খেলছেন টেস্ট এবং ওয়ানডে। এর মধ্যে ওয়ানডে ক্রিকেটের নেতৃত্বের ভার তার কাঁধে। কিন্তু কে জানতো সেসব কিছু কে পেছনে ফেলে অবসরেরই ঘোষণা দিয়ে দিবেন তামিম ইকবাল।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে নিজ শহর চট্টগ্রামে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দেন তামিম। ওয়ানডে অধিনায়কের অবসর ঘোষণায় দেশের ক্রিকেট সমর্থকরা যেন মানতেই পারছেন না। হুট করেই কেন এমন সিদ্ধান্ত নিলেন তামিম?
যদিও একটি সূত্রে জানা গেছে, তামিমের অবসরের পেছনে মূল কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং টিম ম্যানেজমেন্ট। দুমুখী চাপে পড়েই এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
যদিও বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, বিসিবি পক্ষ থেকে তাকে এখনই অবসর না নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলে বিশ্রাম নিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে তামিম তার সিদ্ধান্তেই ছিলেন অটল।
জালাল ইউনুস বলেন, ‘সকালে আমি তার সাথে কথা বলেছি। তাকে অবসর না নেয়ার অনুরোধ করেছি। বলেছি, তুমি এই সিদ্ধান্ত নিও না। দরকার হলে পরে চিন্তা করো। এই সিরিজটা খেলে বিশ্রামে যাও। ব্যথাটা (কোমরের ইনজুরি) ঠিক করো। এরপর বিশ্বকাপের জন্য রেডি হও।’
২০০৭ সাল থেকে জাতীয় দলের নিয়মিত মুখ তামিম। বাংলাদেশ দলের ব্যাটিংয়ে নির্ভরতার প্রতীক। দলের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল। দেশের হয়ে তার ব্যাটেই এখন পর্যন্ত সর্বোচ্চ রান এসেছে।
তবে বেশ কিছুদিন ধরে চোট এবং ফিটনেস নিয়ে ভালোই ভুগতে হচ্ছিল বাঁহাতি এই ওপেনারকে। বিভিন্ন সিরিজের আগে ছিটকে যাওয়া কিংবা পারফরম্যান্স তলানিতে পৌঁছানো মিলিয়ে সময়টা ভালো যাচ্ছিল না তামিমের জন্য।
সম্পন্ন ফিট না থাকার পরও আফগানিস্তানের বিপক্ষে খেলার সিদ্ধান্ত নেওয়ায় কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং বিসিবি সভাপতির অসন্তোষের কারণও হন তামিম। এসব নিতে না পেরেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন দেশের সেরা এই ওপেনার।
তামিমের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, কিছুদিন ধরেই বোর্ড এবং টিম ম্যানেজমেন্টের সাথে সময়টা ভালো যাচ্ছিল না তার। বোর্ডের বিভিন্ন সিদ্ধান্তে মানসিকভাবে চাপে পড়েন তামিম। সেসব নিতে না পেরেই এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন তিনি।
যদিও তামিম সে রকম কোনো কিছু তার সংবাদ সম্মেলনে প্রকাশ করেননি। তবে তার কান্নাভেজা চোখে স্পষ্ট সিদ্ধান্তটা এতটাও সহজ ছিল না। তবে তামিম সংবাদ সম্মেলনে বলেন, ‘আবসরের ঘোষণা পেছনে হুট করেই কোন সিদ্ধান্ত ছিল না। এর আলাদা আলাদা কারণ রয়েছে।’
মঙ্গলবার (৪ জুলাই) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আগামীকালের (বুধবার) ম্যাচে আমি খেলবো। শরীর আগের চেয়ে ভালো। এটা বলব না যে আমি শতভাগ ফিট। কাল খেলার পর আরও ভালো বুঝতে পারব যে কী অবস্থা আমার। তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত, আমি কাল খেলছি, ইনশাআল্লাহ।’
ম্যাচের আগের দিন দলের অধিনায়কের এমন মন্তব্যে বেশ চটেছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। একটি গণমাধ্যমে তিনি বলেছেন, 'এটি তো আর পাড়া-মহল্লার কোনো ম্যাচ নয়, আন্তর্জাতিক একটা ম্যাচ। এমন সিরিজের আগের দিন অধিনায়ক বলছে সে ফিট না। কিন্তু খেলবে। খেলে নিজের ফিটনেস বোঝার চেষ্টা করবে। এটা তো পেশাদার কোনো আচরণ হতে পারে না।’
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব