ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভিনিসিয়ুসের বিরুদ্ধে অভিযোগ লা লিগা সভাপতির

দৈনিক স্লোগান, খেলাধুলা

রিয়াল মাদ্রিদের ব্রাজিলীয় তারকা ভিনিসিয়ুস জুনিয়র আবারও বর্ণবাদী আচরণের শিকার হলেন। রবিবার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের তখন ৭০ মিনিটের খেলা চলছে। ভ্যালেন্সিয়ার মাঠ মাস্তেয়ায় বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে ঢুকছিলেন ভিনিসিয়ুস। গ্যালারি থেকে হঠাৎ একটা বল ছুড়ে মারা হয় মাঠের দিকে।

ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার এরাই কুমার্ত সেটা মেরে বসেন ভিনিসিয়ুসের দিকেই। তাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে থাকে রেফারি আর ফ্রি কিক দেন রিয়াল মাদ্রিদকে।

সেই ফ্রি কিক নেওয়ার প্রস্তুতির সময় ভ্যালেন্সিয়ার গোলবারের পেছনের গ্যালারি থেকে কোনো দর্শক শরীরের রং নিয়ে কটাক্ষ করেছিলেন ভিনিসিয়ুস জুনিউর কে। এতেই ব্রাজিলিয়ান উত্তেজিতভাবে ছুটে যান সেদিকে।

রিয়াল মাদ্রিদের কয়েকজন ফুটবলারও ছুটে গিয়ে গ্যালারির দিকে আঙুল উঁচিয়ে ঝাড়তে থাকেন তাদের ক্ষোভ। ২০২১-২২ মৌসুমের পর এই নিয়ে স্পেনের নানা মাঠে ৯ বার বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনিসিয়ুস। পরশু তিনি এতটাই উত্তেজিত হয়েছিলেন যে আর না খেলে ছেড়ে যেতে চেয়েছিলেন স্টেডিয়াম। দুই দলের খেলোয়াড়রা বারবার উত্তেজিত হয়ে পড়ায় ম্যাচের স্থায়িত্ব ছিল ১০৭ মিনিট পর্যন্ত।

ম্যাচের একেবারে শেষ দিকে ভিনিসিয়ুস উত্তেজিত হয়ে ভ্যালেন্সিয়ার লিনোকে হাত দিয়ে আঘাত করলে ভিএআরে দেখে এই ব্রাজিলিয়ানকে লাল কার্ড দেখান রেফারি। এরপর ঘটনার রেশ গড়িয়েছে বহুদূর। এতে ক্ষোভ জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো, নেইমার, কিলিয়ান এমবাপ্পে থেকে শুরু করে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা সহ অনেকে। ম্যাচ শেষে ভিনিসিয়ুস সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘এটা প্রথম, দ্বিতীয় বা তৃতীয়বার নয়। লা লিগায় বর্ণবাদ যেন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে।

এটা আগে রোনালদিনহো, রোনালদো, ক্রিস্তিয়ানো, মেসিদের দখলে ছিল। এখন এটা বর্ণবাদীদের দখলে চলে গেছে। কিছু মানুষ স্পেনকে বর্ণবাদী হিসেবে বিশ্বের সামনে পরিচয় করিয়ে দিচ্ছে। স্পেন আজ ব্রাজিলিয়ানদের কাছে বর্ণবাদী দেশ হিসেবে পরিচিত।’ এই নিয়ে মামলাও করেছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচে হেরেছে রিয়াল। তবে ফল ছাপিয়ে আলোচনায় আবারও ভিনিসিয়ুসের বর্ণবাদী আচরণের শিকার হওয়া। এই  নিয়ে ক্ষোভ জানিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি, ‘ফুটবল নিয়ে কিছু বলতে চাই না। ভিনিসিয়ুস আর মাঠে নামতে চায়নি। আমি বলেছিলাম, খেলা বন্ধ রাখাটা ঠিক হবে না। এ জন্য তুমি দায়ী বা অপরাধী নও, ভুক্তভোগী।’

>>>  ৮০৭ ছাগল দিয়ে জানানো হলো মেসি কে সম্মাননা

ভিনিসিয়ুস বারবার বর্ণবাদী আচরণের পরেও কঠোর হয়নি লা লিগা কর্তৃপক্ষ। উল্টো লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস অভিযোগের আঙ্গুল তুলেছেন ভিনির বিপক্ষে। টুইটে তিনি লিখেছেন, ‘বর্ণবাদের বিরুদ্ধে লা লিগা কী করতে পারে, এই নিয়ে যেহেতু ব্যাখ্যা করা হয়নি, তাই আমরা আপনার কাছে ব্যাখ্যা দিতে চেয়েছিলাম। কিন্তু এর আগে দুই দফা আপনি দিনক্ষণ দিয়েও হাজির হননি। সমালোচনা ও লা লিগাকে অপমান করার আগে ভিনিসিয়ুস জুনিয়র আপনাকে যথাযথভাবে নিজেকে জানতে হবে।’

এরপর তেলেবেগুনে জ্বলে ওঠেন ভিনিসিয়ুস। ঘণ্টাখানেক পর এর জবাব দিয়ে তিনি লিখেছেন।

‘আরো একবার বর্ণবাদীদের সমালোচনা না করে লা লিগা সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হলেন আমাকে আক্রমণ করতে। আপনি যত কথাই বলেন আর না পড়ার ভান করেন, বর্ণবাদ আপনার চ্যাম্পিয়নশিপের ইমেজে আঘাত করেছে। আপনার পোস্টের নিচে মানুষের প্রতিক্রিয়া দেখুন, তাহলেই আপনি হতবাক হয়ে যাবেন।’

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :