
ব্রাজিলকে কি এর চেয়ে ভালোভাবে হারানো যেত? আর্জেন্টিনার অনেক সমর্থকই বলতে পারেন, না, চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর মতো আনন্দ আর নেই!
দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-১৭ ফুটসাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেটাই করে দেখিয়েছে আর্জেন্টিনার তরুণ ফুটসালেরা। গতকাল ব্রাজিলের বিপক্ষে ফাইনালে ২-১ গোলের জয়ে আর্জেন্টিনা শুধু চ্যাম্পিয়নই হয়নি, দারুণ এক অর্জনও এনে দিয়েছে আর্জেন্টাইন ফুটসালের সংস্কৃতিকে। এক অর্থে ‘ট্রেবল’ই জিতে নিয়েছে আর্জেন্টিনা।
প্রথমে প্যারাগুয়ের অলিম্পিক কমিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের গল্প বলে নেওয়া যাক। ২০১৬ ফুটসালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন বানানো সান্তিয়াগো বাসিল এবার অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট দিয়ে অভিষিক্ত হয়েছেন আর্জেন্টিনার এই বয়সভিত্তিক দলের কোচ হিসেবে। বিরতির একটু আগে ব্রাজিলের আন্দ্রেয়ার বাঁ পায়ের দুর্দান্ত শটে পিছিয়ে পড়ে যায় আর্জেন্টিনা।
বিরতির পর ব্রুনো বেনোত্তির ‘পাভোতা গোল’ দিয়ে সমতায় ফেরে আর্জেন্টিনা। সাধারণত টেবিল ফুটসালে এমন গোল দেখা যায়। ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট আগে বাউতিস্তা কাসোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা, এরপর আর ম্যাচে ফিরতেই পারেনি ব্রাজিল। ২-১ গোলের জয়ে বয়সভিত্তিক এই টুর্নামেন্টের প্রথম শিরোপা জয় করে থাকে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ ফুটসাল দল।
ফুটসালের কোপা আমেরিকায় অর্থাৎ দক্ষিণ আমেরিকায় ফুটসালের সবচেয়ে বড় টুর্নামেন্টে (কোপা আমেরিকা দে ফুটসাল) গতবার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ২০১৬ সালে মন্টেভিডিওতে অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপেও শিরোপা জয় করে থাকে আর্জেন্টিনা। আর এবার অনূর্ধ্ব-১৭ জেতায় ‘ট্রেবল’ জয় হয়ে গেল লিওনেল মেসির দেশের।
দক্ষিণ আমেরিকায় বয়সভিত্তিক দুটি টুর্নামেন্টের পর ফুটসালের জাতীয় দলও ‘কোপা আমেরিকা’ জিতিয়েছে আর্জেন্টিনাকে। ২০০৩ এবং ২০১৫ সালেও এই টুর্নামেন্ট জিতেছে আর্জেন্টিনার এই ফুটসাল দল। এই ছাড়াও ২০১৬ সালে রাশিয়াকে হারিয়ে ফিফা ফুটসাল বিশ্বকাপ জিতে নিয়েছিল আর্জেন্টিনা।
টুর্নামেন্টে ৫ ম্যাচ জয়ের পাশাপাশি একটি ম্যাচ ড্র করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল। সেটি ব্রাজিলের বিপক্ষে গ্রুপ পর্বে। সব মিলিয়ে প্রতিপক্ষের জালে ১৯ গোল করার বিপরীতে হজম করেছে মাত্র ৩ গোল।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব